কে এম, রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে “বন্ধন” পরিবার মাদারীপুর সরকারী কলেজ এর উদ্যোগে ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠন এর সভাপতি জিল্লুর রহমান সম্রাটের ব্যবস্থাপনা ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম এর নির্দেশনায় আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে ১ কেজি পোলাও চাল, ২ কেজি সেমাই, ১ কেজি চিনি, ৩ প্যাকেট মিনি গুড়ো দুধ প্রদান করা হয়। এই মহতী কাজে বন্ধন পরিবারের যে সকল সদস্যগন শ্রম দিয়েছে তারা হল-সম্রাট, শাকিব, ফাহাদ, বাসার, নাসের, সোহেল এবং রিয়াজুল প্রমুখ।
উল্লেখ্য, “বন্ধন” নামক এ সংগঠনের সদস্যগণ রোগীদের বিনামূল্যে রক্ত প্রদান করা সহ বিভিন্ন মানবিক কাজের আঞ্জাম দিয়ে থাকে।