বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বিশাল ইফতার ও দোয়া মাহফিলের বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের সব কমিটি গঠণ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।
বুধবার সাংসদের নিজের উদ্যোগে আয়োজিত এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে এ ঘোষণা দেন এবং আওয়ামীলীগের সদস্য পদ নবায়ন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে তার এই সদস্য পদ নবায়ন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং সাধারন সম্পাদক ও নাটোর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। একই অনুষ্ঠানে আগামী ২৭ মে বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের লক্ষ্যে আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আব্দুল কুদ্দুস। এর আগে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান তার বক্তব্যে বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের সব কমিটি গঠণ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। বাগাতিপাড়া মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলে সাংসদ শহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর ও নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র ঊমা চৌধ‚রী জলিসহ আওয়ামীলীগ, সহযোগী ও অংগ সংগঠণের জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।