মোঃ সোহেল আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০ জন দুস্থ অসহায় মাদের মাঝে প্রত্যেককে ১ কেজি পোলাওয়ের চাউল ১ কেজি চিনি ১ কেজি লবণ ১ কেজি তৈল এক প্যাকেট সেমাই ও নগদ ১০০ টাকা করে প্রদান করা হয়।
এসয় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুচি রানী সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার।