কে এম, রাশেদ কামাল, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলার সকল সাংবাদিকদের সংগঠন ‘মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি’-র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র জনাব মোঃ খালিদ হোসেন ইয়াদ। চ্যানেল টোয়েন্টিফোর এর সাংবাদিক সাগর হোসেন তামিমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা জনাব রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাময় হাসপাতাল এর ব্যবস্থাপক ডাক্তার গোলাম সরোয়ার, বিভিন্ন উপজেলার প্রেসক্লাব সমূহের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ। কল্যাণ সমিতির সভাপতি জনাব গোলাম মাওলা আকন্দ এর ব্যবস্থাপনা ও সাধারণ সম্পাদক এম আর মর্তুজার সার্বিক দিক নির্দেশনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলার প্রথম শ্রেণীর মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।