মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বোরো ধানের ফলন নির্ধারনে নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্দ্যোগে চলতি মৌসুমের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়। সোমবার দুপুরে উপজেলার পৌর এলাকার সোনাপাতিল মাঠে কৃষক সাদিউল ইসলামের জমিতে রোপণ করা উন্নত মানের বেশি জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু -১০০ জাতের ধান কর্তন করা হয়। পরে ওই জমিতেই মাড়াই ও ঝাড়াই করে ফলন রেকর্ড করা হয়। এতে বিঘা প্রতি ২৬ মন হারে ফলন পাওয়া যায়।
নমুনা শস্য কর্তন এর সময় উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান) সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, বাগাতিপাড়ায় চলতি মৌসুমে প্রায় পাঁচ হাজার বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়েছে।