মো: সোহেল দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ারে ইফফাত আরা বৃত্তি পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।দেলদুয়ার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠান টি আয়োজন করেন স্পন্দন বৃত্তি। এই অনুষ্ঠান সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাহমুদুল হাসাম মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান জনাব হোসনেআরা বেগম।
এছাড়া ও উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব ফজলুল হক,সহ-সভাপতি জনাব বাবু এস প্রতাপ মুকুল, দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি জনাব মো: নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু প্রমুখ সহ আরো অনেকে।অনুষ্ঠান শেষে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে মেধা বৃত্তির সনদ ও চেক গ্রহন করেন দেলদুয়ার প্রসক্লাবের সাধারণ সম্পাদকের ছেলে মুশফিকুর তালুকদার প্রিন্স।