ফরিদপুর প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ‘ওরা ১১জন বন্ধ’ু মহলের ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি ইসলামিক মিশন মাদ্রাসা ও এতিমখানার শিশুদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইফতার মাহফিলে ১১জন বন্ধু’ মহলের রাহাত রহমান, আবু নাসির আলম ,হাসিনা মমতাজ লাভলী, নাবলু পাটোয়ারী, রাম প্রসাদ সাহা, কবি লিটন মল্লিক, রুহুল পাশা, মাহবুব পিয়াল, কামরুল হাসান জুয়েল,মাদ্রাসার প্রতিষ্টাতা মো: হায়দার আলীসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।
ইফতার পুর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক মিশন মাদ্রাসা ও এতিমখানার পেশ ইমাম হাফেজ মোঃ আবু হুরায়রা।