কাজী তানভীর মাহমুদ,স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী জেলা শহরের প্রাণ কেন্দ্রে পান্না চত্বর পৌর নিউ মার্কেটে মেসার্স ঐশি এন্টারপ্রাইজ মার্সেল শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর পুত্র সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান সান্তুনু ফিতা কেটে মেসার্স ঐশি এন্টারপ্রাইজ মার্সেল শোরুমের শুভ উদ্বোধন করেন।
এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানান মেসার্স ঐশি এন্টারপ্রাইজ এর পরিচালক ইমরান হোসেন প্রিন্স ও দলীয় নেতাকর্মীবৃন্দ।
পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোঃ হাসান, ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি নাহিদুল আলম রাজু, মার্সেল ফরিদপুর জোনের মাকেটিং ম্যানেজার মোজাম্মেল হক।
পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ করা হয়।
মেসার্স ঐশি এন্টারপ্রাইজ মার্সেল শোরুমের পরিচালক ইমরান হোসেন প্রিন্স জানান, পবিত্র মাহে রমজানে ঈদ উল ফিতর উপলক্ষ্যে আমাদের মার্সেল শোরুমে টেলিভিশন,ফ্রিজ,এসি সহ সকল ধরনের ইলেক্ট্রনিক্স পন্য সুলভ মূল্যে ক্রেতারা ক্রয় করতে পারবেন। ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ প্যাকেজ ও মূল্য ছাড়। সকল কে আমাদের মেসার্স ঐশি এন্টারপ্রাইজ মার্সেল শোরুমে আসার আমন্ত্রণ রইলো।