শেখ সোহেল,বাগেরহাট:
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ এপ্রিল) সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যা লী বের হয়ে শহর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন এবং পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন শেষে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা ও সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন বাগেরহাটে এর সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট জেলা রেজিষ্ট্রার মনিরুল ইসলাম, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফা খানম, বাগেরহাট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহন করেন।