ভোলা প্রতিনিধিঃ
ভোলায় বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা শহরের বিএফজি রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ নুরুল ইসলামী পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মৌলভী মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, ভোলা জেলা ইমাম আকীদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওলানা মোঃ তাজউদ্দিন ফারুকী, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান প্রমুখ।