সাব্বির আলম বাবু, ভোলাঃ
ভোলার লালমোহনে কৃষক পরিবারে জন্ম নিল জোড়া লাগানো দুটি শিশু। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ‘লালমোহন ক্লিনিকে’ শিশু দুটির জন্ম হয়। মাথা এবং হাত-পা আলাদা হলেও তাদের পেট জোড়া লাগানো রয়েছে।
সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়েছে বলে জানা গেছে। তবে শিশুটির মা এবং শিশুরা উভয়ই সুস্থ্য রয়েছে। এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জোড়া লাগানো শিশু দুটিকে দেখতে ক্লিনিকে ভীড় জমিয়েছেন উৎসুক জনতা। লালমোহন উপজেলার উত্তর ফুলবাগিচা গ্রামের কৃষক বিল্লাল হোসেন ও মিতু বেগমের ঘরে জন্ম নেয় শিশু দুটি।
ক্লিনিকের ম্যানেজার ইলিয়াস হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে সিজার সম্পন্ন হয়। গাইনি চিকিৎসক ডাঃ মুনতাহীনা হক জিমের তত্ত্বাবধানে অপারেশনটি সম্পন্ন হয়। এতে ওই প্রসূতির জোড়া লাগানো শিশু জন্ম হয়। নবজাতক দুটি উভয় ছেলে।