মাহবুব পিয়াল, ফরিদপুর:
ফরিদপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয় পত্রের সংশোধনী পেল যৌনপল্লীর ২২ জন যৌনকর্মী।এর আগে তাদের জাতীয় পরিচয় পত্রে পেশার স্থলে ‘পতিতা’ এবং ঠিকানা পতিতাপল্লী লেখা ছিল। যা সংশোধন করে যার যার নিজ বাড়ির ঠিকানা সংযোজন করা হয়।সোমবার বেলা ২টার দিকে জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমানের তাদের হাতে এই সংশোধিত জাতীয় পরিচয়পত্র তুলে দেন।
এব্যাপারে ব্লাস্ট ফরিদপুর ইউনিট সমন্বয়কারী এ্যডভোকেট শিপ্রা গোস্বামী জানান, জাতীয়পরিচয় পত্রে অত্যন্ত অসম্মানজনকভাবে তাদের পেশার স্থলে ‘পতিতা’ এবং ঠিকানা পতিতাপল্লী লেখা ছিল। তাঁদের সন্তানেরা যখন শিক্ষাজীবনে প্রবেশ করে তখনি ঘটে বিপত্তি, এছাড়াও পরিবার,সমাজ ও বিভিন্ন প্রয়োজনে তাদের যখন পরিচয়পত্র দেখানো হয় তখনও তারা বিপত্তির সমুক্ষিন হন। এসব কথা চিন্তা করে শাপলা মহিলা সংস্থা থেকে এই ইস্যুটি নিয়ে কাজ শুরু করে।সংশোধনীর পাশাপাশি যাদের নতুন জাতীয় পরিচয়পত্র হবে তারও তাদের নিজগ্রামের নাম উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র করবেন।
জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান ও ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরু আমীন এর ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় প্রথম দফায় সিএন্ডবি ঘাট ও রথখোলা যৌনপল্লীর ২২ জন যৌনকর্মী পেলেন দীর্ঘদিনের প্রত্যাশিত সংশোধনী জাতীয় পরিচয়পত্র।
এ সময় ব্লাস্ট ফরিদপুর ইউনিট সমন্বয়কারী ও শাপলা মহিলা সংস্থার উপদেষ্টা এ্যডভোকেট শিপ্রা গোস্বামী ও শাপলা মহিলা সংস্থা থেকে প্রশান্ত সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।