মাহবুব পিয়াল, ফরিদপুর:
ফরিদপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুর শহরের শিশু একাডেমী মিলনায়তনে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া ।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ট কন্যা চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ, মাদ্রাসা শিক্ষক সমিতির আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, প্রেসিডিয়াম মেম্বার ইমরুল কবির, কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মো. শওকত আলী।
অনুষ্টানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন । এ সময় একেএম কিবরিয়া স্বপন, মোঃ ইয়াকুব আলী চেয়ারম্যান, নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, গোলাম মোস্তফা মিরাজ , মোঃ লেলিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।