মাহবুব পিয়াল ,ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তিন আরোহীর উপর দুর্বৃত্তরা হামলায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর আরোহী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলযোগে সোলেমান শরীফ (৩৫), কামরুল মাতুব্বর (৩২) ও আমিনুল মাতুব্বর (৪০) তাদের বাড়ী জান্দি গ্রামে ফিরছিলেন। বাজার পার হতেই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিন আরোহীকে এলোপাতাড়ি কোপায়। এ সময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যায়। গুরুতর আহত অপর দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কামরুল মাতুব্বরকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে ভোরে তার মৃত্যু হয়। নিহত সোলেমান তুজারপুর ইউনিয়নের জানদী গ্রামের গোপাল শরীফের পুত্র। নিহত কামরুল মাতুব্বর, অপর আহত আমিনুল মাতুব্বর এদেরও গ্রামের বাড়ি তুজারপুর ইউনিয়নের জানি গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে স্থানীয়রা প্রাথমিকভাবে হত্যাকান্ডটিকে এলাকার দুই গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র হয়েছে বলে ধারনা করছেন।#