ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাদারীপুর সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মাদারীপুর সদর উপজেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন নতুন কমিটির সভাপতি ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আল- আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ইমাম হোসেন জিহাদ।
আজ শুক্রবার (৮ এপ্রিল) সন্ধায় সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জয় মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য নয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন।
সভাপতি আল-আমিন মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক এবং বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী।সাধারণ সম্পাদক ইমাম হোসেন জিহাদ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ২০১৭-১৮ সেশনের মাসুদ শিকদার, মুহিবুল ইসলাম মুহিব এবং যগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মাহতাব উদ্দীন চৌধুরী ও ইয়াদুল ইসলাম ইয়াদ।
এছাড়াও, কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছে ২০১৮-১৯ সেশনের মোঃ শাহেদুর রহমান, মোঃ আবু বকর সিদ্দিক এবং মোঃ নিশাত হোসাইন।
নব্য গঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।