খলিলুর রহমান,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মফিজ লেকের সৌন্দর্য বর্ধনে সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকাল থেকে টেন্ডার প্রক্রিয়ায় ড্রেসিং পদ্ধতিতে লেকটির সংস্কারের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, গত আড়াই বছর লেকটির সংস্কার না করায় কচুরিপানা আর ময়লা আবর্জনা পূর্ণ লেকটি পরিষ্কার করতে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। সৌন্দর্যের হাতিরঝিল নামে খ্যাত লেকটি আরও দৃষ্টিনন্দন করতে লেকের বেড় ও গভীরতা আরো বাড়ানো হয়েছে। প্রায় ১০০ মিটার এই লেকটি আরও জৌলুস করতে ৪০ ফুট স্লপ ও ৭০ ফুট বেড় করা হবে জানা গেছে।