ঢাবি প্রতিনিধি:
ঢাকাস্থ নান্দাইল ছাত্র কল্যাণ পরিষদের (ঢানাছাপ) নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী ফাহাদ আহমেদ ভূইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামিমুল হক ফকির ধ্রুব।
গত ২৭ মার্চ ২০২২, রবিবার সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রাকিবুল করিম ভূইয়া এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রাহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত এই কমিটিতে, সভাপতি নির্বাচিত হয়েছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের ছাত্র এবং ৪ নং চন্ডীপাশা ইউনিয়ন এর ফাহাদ আহমেদ ভূইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র ও নান্দাইল পৌরসভার ৪ নং ওয়ার্ড এর শামিমুল হক ফকির ধ্রুব।
এছাড়াও, পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হাসান সহ-সভাপতি, ঢাকা কলেজের শিক্ষার্থী আশরাফুর রহমান খান যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোফায়েল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।