মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নে আগুন লেগে ৫ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই। মঙ্গলবার (২৯ মার্চ) আনুমানিক বিকেল ৫ ঘটিকার সময় বাড়ির রান্নার চুলার আগুন থেকে মুহুর্তেই বাড়ির সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরবর্তিতে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থরা হলো ফতেজংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌধুরীহাট ঘিনাশা পাড়ার মোঃ আলতাফ হোসেন, আবু হানিফা, নজরুল ইসলাম,আবু সায়েম।
সন্ধ্যা চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা ঘটনাস্থান পরিদর্শন করেন। তিনি সর্বস্ব পুড়ে যাওয়া ৫ টি পরিবারে সাথে কথা বলেন।
তিনি বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি পরিবার কে যাবতীয় ক্ষয়ক্ষতির আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
তিনি আরোও বলেন, সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগতভাবে যথাসম্ভব সহযোগিতা করবেন এবং দুই শিক্ষার্থীর পুরে যাওয়া বই-খাতা কিনে দেওয়ার আশ্বাস দেন।