শাহারুল ইসলাম ফারদীন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরে পূর্ব শত্রুতার জেরে আলম হোসেন (৫০) নামে একজনকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। সে কাজীপাড়ার বাসিন্দা।
আহতের বড় ভাই জাহাঙ্গীর ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার সময় কাজিপাড়া আঞ্জুমান আরা স্কুলের মধ্যে সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী একই এলাকার লুকমান ড্রাইভারের ছেলে বাবলু (৩০) ও তার দলবল আলমকে ঢেকে এলোপাথারি ভাবে রানে ছুরিকাঘাত করে গুরুতর জখম কর। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রায়হান কবির জানান, আলমের রানে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, কাজিপাড়ায় একজনকে ছুরিকাঘাত করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।