সাব্বির আলম বাবু,ভোলা প্রতিনিধিঃ
তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-এলাহী চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ হাওলাদার, জেলা কৃষকদ সভাপতি আবদুর রহমান সেন্টু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম (ভিপি), জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আলম, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন, জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।