মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুর শহরের অন্যতম বানিজ্য কেন্দ্র ঝিলটুলীতে লিজা মেকওভার বিউটি গার্ডেনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) রাত ৮টায় ফিতা ও কেক কেটে বিউটি গার্ডেনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেস্ট বিউটি এক্সপার্ট ‘২০২১ এর চেয়ারম্যান তুর্য নাসির।
এসময় বেস্ট বিউটি এক্সার্ট ২০২১ এর মূল সম্নয়কারী রিদয় সরকার, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর নাহার কাকলি, লিজা মেকওভার বিউটি গার্ডেনের স্বত্ত্বাধিকারী রাজিয়া সুলতানা লিজা,সিনিয়র সাংবাদিক মনজুয়ারা স্বপ্না,নারী উদ্যোক্তা নিরা জোয়াদ্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।