মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ার জামনগর উচ্চবিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সারাদিন ব্যাপি অনুষ্ঠানে জামনগর ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১, বাগাতিপাড়া-লালপুর এলাকার মাননীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম গোকুল। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাজেরা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফতরহাদ বিন আজিজ, শিক্ষক মোঃ মাহাতাব হোসেন শিক্ষক মোঃ মাসুদ আলী ও ছাত্রী জান্নাতুন ফেরদৌস প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অন্যত্র চাকুরি পাওয়ায় সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলামকে এবং চাকরির বয়সসীমা শেষ হওয়ায় অফিস সহকারী মোঃ ফজলুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।