ইবি প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ্ হল ডিবেটিং সোসাইটি’র আয়োজনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ই মার্চ) দুপুরের ‘কোভিড-১৯ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ডিজিটালাইজেশনে আশির্বাদ’ বিষয়ে হলের টিভি রুমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে লালন শাহ্ হল ডিবেটিং সোসাইটি’র সহ-সভাপতি অনি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন শাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি’র সহকারী মডারেটর ড. আরমিন খাতুন ও মোঃ শরিফুল ইসলাম জুয়েল। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন জাহিদ৷ অনুষ্ঠানে এছাড়া আরো উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় একদিকে সরকারি দলে প্রধানমন্ত্রী হিসেবে বিতর্ক করেন রাসেল মুরাদ, ছায়া মন্ত্রী হাওলাদার আরিফ বিল্লাহ ও সাংসদ আবু জাহেদ রায়হান। অন্যদিকে বিরোধী দলের বিরোধী দলীয় নেতা ছিলেন মাহাদী হাসান, উপনেতা ইয়ামান ও সাংসদ আনিছুর রহমান সাইমন।
প্রতিযোগিতায় বিরোধী দলকে হারিয়ে বিজয়ী হন সরকারি দল এবং সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন বিরোধী দলীয় সাংসদ আনিছুর রহমান সাইমন। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া লালন শাহ্ হলের পক্ষ থেকে হলের টিভি রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম।