মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বিভিন্ন বিদ্যালয়গুলোতে বর্নাঢ্য নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে সকালে ফরিদপুর শহরতলীর ২৭ নং ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জন্মদিন পালনের সুচনা হয়। পরে আলোচনা সভা, বীরমুক্তিযোদ্ধার মুখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনা, কেক কাটা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনান ফরিদপুরের বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম খান। এ সময় বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার ব্যাপারী,সিনিয়র সাংবাদিক মাহবুব পিয়াল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা শারমিন,সহকারী শিক্ষক মনোয়ারা পপি,নন্দিতা ইসলাম, শামসাদ মিয়া,নাসরিন আক্তার, শারমিন নাহার কনাসহ অন্যান্য শিক্ষক,অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন। পরে শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটা ও শিশু শিক্ষাথীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।