আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ল’ প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় জুরিসপ্রুডেন্স রয়্যালস জয়লাভ করেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় জুরিসপ্রুডেন্স রয়্যালস বনাম রেকর্ডস অফ রাইটস এর মধ্যকার খেলা পবিপ্রবির কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়।
শুরুতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে জুরিসপ্রুডেন্স রয়্যালস ১৪১ রান সংগ্রহ করে। জবাবে রেকর্ডস অফ রাইটস ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১২৯ রানে গিয়ে থামে। এর ফলে প্রথমে ব্যাট করতে নামা দল জুরিসপ্রুডেন্স রয়্যালস ১২ রানে জয় তুলে নেয়।
জুরিসপ্রুডেন্স রয়্যালস এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈমুর রহমান বেনজিন(৫০ রান) এবং রেকর্ডস অফ রাইটস এর সর্বোচ্চ রান সংগ্রাহক রবিউল
(৭৩ রান)। ম্যান অফ দা ম্যাচ হয়েছেন নাঈমুর রহমান বেনজিন।
টিম জুরিসপ্রুডেন্স : বেনজিন, বাঁধন, পিয়াস, মিঠুন, রিয়াজ, রিপন, সৌরভ, নূরনবী, ইমরান, ফাহিম, শাহরিয়ার, ইমু, সাদমান ও আহসান মুন্না।