মোঃ মিজানুর রাহমান পাহাড়, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলাপ্রশাসকের কার্যালয় সম্মুখস্থ জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ পারভেজ হাসান।
পরবর্তীতে শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক অঙ্গসংগঠন সহ বিভিন্ন স্তরের সাধারন মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে শরীয়তপুর জেলাপ্রশাসন ও এসডিএস এর যৌথ আয়োজনে কিশোর-কিশোরী ও যুব ক্লাবের সদস্যদের অংশগ্রহণে কালেক্টরেট পাবলিক হাই স্কুল মাঠে “কারাতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন” অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এস.এম আশরাফুজ্জামান, জনাব আসমাউল হুসনা লিজা,অতিরিক্ত জেলাপ্রশাসক(রাজস্ব), জনাব তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক), জনাব মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীযতপুর সদর, এসডিএস এর নির্বাহী পরিচালক জনাব রাবেয়া বেগম, স্কুলের শিক্ষকবৃন্দ সহ ছাত্র-ছাত্রীরা।