মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর জেলা প্রতিনিধি:
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ই মার্চ) সকাল ১০ টায় দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট ক্যাম্পাস চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব, ইঞ্জিঃ মোঃ আতিকুর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবঃ) জনাব, ইঞ্জিঃ মোঃ আবদুল বাছেদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের প্রাক্তন অধ্যক্ষ জনাব, স্বপন কুমার বোস।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইন্সটিটিউটের চীফ ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর (কারিগরি-অকারিগরি) সহ সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সকল পর্বের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি দুইটি অংশে বিভক্ত হওয়ায় প্রথম অংশে আলোচনা সভা,পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় অংশে বিকেল ৩ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।