মনজুর লিটন,বরিশাল জেলা প্রতিনিধি:
আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর নির্মম হামলা করা হয়েছে।
জানা যায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী নিবাসী আনিস মুন্সির সাথে প্রতিবেশী জালাল মুন্সির সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল ।এরই ধারাবাহিকতায় গতকাল একটি তুচ্ছ ঘটনা (গাছের পাতা কুড়ানো নিয়ে) কেন্দ্র করে আনিস মুন্সির চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মিনু বেগম (৩৫) এর উপরে জালাল মুন্সি (৫০) ও তার পুত্র সোহান মুন্সি (৩০) জালাল মুন্সির পুত্রবধূ ইতি, ববিতা ,নির্মমভাবে হামলা চালায়। সোয়ান মুন্সির লাঠির আঘাতে ভিকটিম মিনু বেগমের মাথা ফেটে যায়। ভিকটিম মিনু বেগম সাংবাদিকদের জানায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে জালাল মুন্সি তার পুত্র সোয়ান মুন্সি তার ওপর হামলা চালায়। লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আঘাতের কারণে অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীরা তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান যেহেতু ভিকটিম চার মাসের অন্তঃসত্ত্বা সেহেতু উন্নত চিকিৎসার জন্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ভিকটিমের স্বামী আনিস মুন্সি জানান যেহেতু তার স্ত্রী অন্তঃসত্ত্বা প্রতিপক্ষ জেনেও তার উপরে উপর্যপরি হামলা চালায়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই পারিবারিক অভিভাবকদের সাথে আলোচনা করে অতি শীঘ্রই মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান।