সাব্বির আলম বাবু, ভোলাঃ
ভোলার চরফ্যাশনে কীটনাশক খেয়ে সাদিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে তার পরিবার। উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সাদিয়া ওই গ্রামের মো. ইউসুফের মেয়ে ও আহত নাহিদা একই গ্রামের মো. নুরউদ্দিনের মেয়ে।
স্বজনরা জানান, শিশু সাদিয়া ও নাহিদা সম্পর্কে চাচতো বোন। সকালে খেলার সময় কীটনাশক খেয়ে নেয়। বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরেক শিশু নাহিদাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী ঢাকা মেইলকে জানান, হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর শিশু নাহিদা বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।