মোঃ মিজানুর রাহমান পাহাড়, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
“মুজিববর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুুতিতে গতিশীলতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১০ই মার্চ সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলায় পালিত হচ্ছে “জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস-২০২২”। দিবসটি উদযাপনের অংশ হিসেবে সকালে জেলাপ্রশাসক, শরীয়তপুর জনাব মোঃ পারভেজ হাসান সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার উদ্বোধন করেন। পরে কলেজের শিক্ষার্থীরা মহড়ায় অংশ নিয়ে কিভাবে অগ্নিকান্ড দুর্ঘটনায় নিজেদের আত্মরক্ষা করতে হবে এ বিষয়ে হাতে-কলমে ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে শিক্ষা নেন।
পররর্তীতে সকাল ১১ টায় দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর। এসময় জেলার বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিযার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করনের জন্য পূর্বপ্রস্তুতি, দুর্যোগ প্রতিরোধে অভিযোজন সহ দুর্যোগকালীন সময়ে নিজেদের আত্মরক্ষা করার গুরত্বারোপ সহ নানা বিষয়ে মতামত প্রদান করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক( সার্বিক), শরীয়তপুর।