মোঃ মিজানুর রাহমান পাহাড় শরীয়তপুর জেলা প্রতিনিধি:
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় আজ ০৮ মার্চ ২০২২ তারিখ আন্তর্জাতিক নারী দিবস শরীয়তপুর জেলায় পালিত হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে জেলাপ্রশাসন, শরীয়তপুর ও মহিলা বিষয়ক অধিদপ্তর, শরীয়তপুরের উদ্যোগে সকাল ১১.০০ টায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।এতে শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ সহ বিভিন্ন নারী সংগঠনের সদস্যগণ অংশ নেন। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে আরম্ভ হয়ে জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর এ শেষ হয়।
পরবর্তীতে জেলাপ্রশাসক, শরীয়তপুরের সম্মেলন কক্ষে এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য “টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই অগ্রগণ্য” নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার,শরীয়তপুর, জনাব অনল কুমার দে, সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগ, শরীয়তপুর,জনাব পারভেজ রহমান, মেয়র, শরীয়তপুর সহ জেলাপ্রশাসন, শরীয়তপুরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় অতিথিবৃন্দ নারীর ক্ষমতায়ন,বর্তমান সমাজ ব্যবস্হায় নারীদের অগ্রগতি ও প্রতিবন্ধকতা,সমাজে নারীদের সুরক্ষা ব্যবস্থা সহ নানা বিষয়ে আলোকপাত করেন।