রবিউল হোসাইন সবুজ, লাকসাম:
”শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা” “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা লাকসামে পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় পৌরসভার কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে পৌর-শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্তরে এসে পৌরসভা মো: তাজুল ইসলাম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সচিব নূরে আলম শরীফ, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র -১ও পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খলিলুর রহমান, প্যানেল মেয়র -২ ও পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহজাহান মজুমদার,৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী,১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ , ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ বাচ্চু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি এবং পৌর মহিলা সংরক্ষিত কাউন্সিলর নাসিমা আক্তার, নাসিমা সুলতানা, মুশফিকা আলম মিতা, পৌর হিসাব কর্মকর্তা- মানু বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট সাংবাদিক এম এস দোহাসহ অনুষ্ঠানে লাকসাম পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষক, ছাত্রী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ এবং সেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত,অনুষ্ঠান শেষে লাকসাম পৌরসভার উদ্যোগে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ৫’শত পিছ স্যানিটারি ন্যাপকিন সবার হাতে তুলে দেওয়া হয়।