মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে লক্ষণ রায় (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে দিনাজপুর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
শনিবার (৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার সাইতাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এদিকে নিহত লক্ষন উপজেলার ৮নং ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামের কালীপদ রায়ের ছেলে।
পরিবার সুত্রে জানা যায়,লক্ষন রায় দিনাজপুর সিটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই ইলেক্ট্রিক কাজ শেখার প্রচুর আগ্রহ ছিলো লক্ষনের। তাই পড়াশোনার পাশাপাশি কয়েকমাস আগ থেকে স্থানীয় একটি ডেকোরেটর ব্যবসার ইলেক্ট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন তিনি। আজও সেই ডেকোরেটরের ইলেক্ট্রিক কাজ করতেই গেছিলেন ওই এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা বলছেন, গতকাল থেকেই অনুষ্ঠানে ইলেক্ট্রিকের কাজ চলছে। আজ দুপুরে হঠাৎ সেই অনুষ্ঠানের বৈদ্যুতিক বাল্বের লাইন দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় লক্ষন।
অবশেষে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা গেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ।