নীলফামারী প্রতিনিধিঃ
নিত্যসামগ্রীর উর্ধ্বগতির প্রতিবাদে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার উদ্যোগে বুধবার বিকাল ৩ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দলের নির্বাহী কমিটির সহ-সভাপতি আবুল খায়ের ভূইয়া ও প্রধান বক্তা হিসেবে দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) আব্দুল খালেক বক্তব্য রাখেন।
বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিন আকতারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (দুলাল), কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, জেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক এ্যাড ওবায়দুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, সাঃ সম্পাদক এম এ পারভেজ লিটন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,সদস্য সচিব দেলোয়ার হোসেন প্রমুখ।।