মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের নিশিন্দারায় কুইন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে আরোও দুই যুবক। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিশিন্দারা পুর্ব খাঁপাড়া এলাকায় একটি পিকনিকের অনুষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘট। নিহত কুইন নিশিন্দারা খাঁপাড়ার শহিদুল্লাহ ওরফে শহীদ ডাক্তারের ছেলে। কুইনের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে।
জানা গেছে, মহল্লার একটি ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে। রাত ১১টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় ১০/১৫ জনের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে। তারা কুইনকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাকে উদ্ধার করতে গেলে ঝন্টু (২৫) ও রহিম (২৮) নামের দুই যুবক গুরুতর আহত হন।
পিকনিকের খাওয়া দাওয়ার আয়োজন ভন্ডুল হয়ে যায় এবং সবাই দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন এসে গুরুতর তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বলেন, খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। জড়িতদের কেউ চিনতে পারেননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।