নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মৌলভীর হাট এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাত ১০ টায় মৌলভীর হাটের যাত্রীছাউনি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ওয়ারিশ বর্গের কোনো সন্ধান না পেয়ে রংপুর সিআইডি পুলিশের ক্রাইম ইউনিটকে খবর দেয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এস এম শরীফ আহম্মেদ অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, লাশের ওয়ারিশের সন্ধান না পেয়ে রংপুর সিআইডি পুলিশের মাধ্যমে লাশের প্রাথমিক সুরতহালসহ পরীক্ষা নিরীক্ষার পর ময়নাতদন্তেন জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।