ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রক্টরিয়াল বডিতে সহকারি প্রক্টর হিসাবে ৪ শিক্ষক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বুধবার( ৯ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুঃ আতাউর রহমান স্বাক্ষরিত এ তথ্য জানা যায়
তথ্যমতে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর ইসলামের মেয়াদ পূর্ণ হয় তাদের স্থলে আল ফিকহ্ লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড.আমজাদ হোসেন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল কে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু কে দ্বিতীয় মেয়াদে ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম কে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১ বছর তারা সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন।