কে এম, রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতি এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুগান্তরের মাদারীপুর জেলা প্রতিনিধি জনাব গোলাম মাওলা আকন্দ এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র জনাব মোঃ খালিদ হোসেন ইয়াদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলায় কর্মরত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।