ভোলা প্রতিনিধিঃ
পুলিশের মাদক বিরোধী অভিযানে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক এসআই শেখ ফরিদ উদ্দিনের নেতৃত্বে এসআই সিদ্দিকুর রহমান, এ এসআই মাইনুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান করে ইলিশা লঞ্চ ঘাট হইতে তাদেরকে আটক করেন। আটককৃরা হলেন মোঃ রুবেল (৩২), মোঃ কামরুল শেখ(২৯), মোঃ রাসেল (২৮)। ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক শেখ ফরিদ উদ্দিন জানান আটককৃত ৩ মাদক কারবারির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।