কাজী তানভীর মাহমুদ,স্টাফ রিপোর্টার :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মানসম্পন্ন অনুসন্ধানমূলক প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরীতে আগ্রহী করতে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী (০৪-০৬ ফেব্রুয়ারী) অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষন চলছে। পাশাপাশি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণও দেয়া হচ্ছে। শনিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় রাজবাড়ী সার্কিট হাউজ মিলনায়তনে ২য় দিনের মত প্রশিক্ষণ চলছে।
গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারী) প্রশিক্ষনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
প্রশিক্ষণের ২য় দিনের প্রথম অংশে সংবাদপত্রে অনুসন্ধানমূলক রিপোর্ট প্রচারের ধরন ও প্রবণতা এবং প্রকাশিত রিপোর্ট বিশ্লেষণ,প্রতিবন্ধকতা (কেইস ষ্টাডি), সাক্ষাৎকার গ্রহনের কৌশল, রিপোর্টারের সামর্থ্য যাচাই ও আইনি সর্তকতা, প্রাতিষ্ঠানিক দূর্ণীতি সম্পর্কে অনুসন্ধানমূলক রিপোর্টিং (লেখার কৌশল), সাংবাদিকতার নীতিমালা বিষয়ে আলোচনা করেন এম আর ডি আইয়ের হেড অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম মোঃ বদরুদ্দোজা বাবু ও পিআইবি’র মোহাম্মদ শাহ আলম।
৩ দিনব্যাপী এই অনুসন্ধানমূলক রিপোটিং ও বুনিয়াদি প্রশিক্ষণে রাজবাড়ী জেলার ৭০ জন সংবাদকর্মী অংশ নিয়েছেন।