কে এম, রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. সেলিনা আখতার এর উদ্যোগে দু:স্থ ও অসহায় নারীদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারী) স্থানীয় প্রশিসেস প্রাঙ্গণে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার।
এসময় ড. সেলিনা আখতার সাংবাদিকদের বলেন, ‘‘আজকে দুই শতাধিক দু:স্থ ও অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। এর আগেও আমি ৫০০ কম্বল দিয়েছি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুবিধাভোগী সহ অনেকেই।