কাজী তানভীর মাহমুদ,স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের ৪ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় শহরের ওয়াজেদ চৌধুরী প্লাজায় জেলার ১৩ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরন করেন সংসদ সদস্য (৩৩৪ আসন) ও পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজকর্মী সৈয়দ মাহমুদ তাসকিন সালেহিন সহ অনান্য নেতাকর্মীবৃন্দ।
সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে রাজবাড়ী জেলার ১৩ জন দুঃস্থ ও অসহায় রোগীদের আবেদনের প্রেক্ষিতে তা যাচাই বাছাই করে তাদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের ৪ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হলো। সাধারন মানুষের কল্যাণে আমরা সব সময় নিয়োজিত।